হাথুরুকে শ্রীলঙ্কা বোর্ডের তলব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৪ মার্চ ২০১৯
হাথুরুকে শ্রীলঙ্কা বোর্ডের তলব

ফাইল ছবি

ওয়ানডে সিরিজের মাঝ পথেই আজ (বৃহস্পতিবার) প্রধান কোচ চন্ডিকা হাথুরুনিংহেকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত আসতে বলেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। আসন্ন টি-২০ সিরেজে দলের দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন।

এসএলসি সভাপতি শাম্মি সিলভা বলেন,‘ শেষ ওয়ানডে র পর হাথুরুসিংহেকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত আসতে বলা হয়েছে। টি-২০ সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন স্টিভ রিক্সন।’

পাঁচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আগামী ১৬ মার্চ কেপ টাউনে শেষ ওয়ানডের পর দেশে ফিরে আসবেন হাথুরু।

সিলভা জানান ১৯-২৪ মার্চ অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-২০ সিরিজে দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ রিক্সন। আগামী মে-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তার পরিকল্পনা সম্পর্কে হাথুরুর কাছে জানতে চাইবে এসএলসি।

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরু। তবে তার অধীনে মোটেই ভাল করতে পারছেনা লঙ্কান দল। আইসিসি র‌্যাংকিংয়ে অবনতি ছাড়াও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২০টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা দল।

চলতি সফরে দক্ষিণ আফ্রিকার মাটিতে এশিয়ার প্রথম দল হিসেবে শ্রীলংকা টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেত খুবই খারাপ করছে দলটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

উদানা ঝড়ের পরও চতুর্থ ম্যাচে হারলো শ্রীলঙ্কা

উদানা ঝড়ের পরও চতুর্থ ম্যাচে হারলো শ্রীলঙ্কা

ডি ককের শতকে দক্ষিণ আফ্রিকার ৩০০ পার

ডি ককের শতকে দক্ষিণ আফ্রিকার ৩০০ পার

ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

জয়সুরিয়াকে নিষিদ্ধ করলো আইসিসি

জয়সুরিয়াকে নিষিদ্ধ করলো আইসিসি