বিপিএলের ফাইনালে ইজুরির কারণে নিউজল্যান্ডের সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। সবার ধারণা ছিল শেষে টেস্টে সাকিবকে দেখা যেতে পারে। কিন্তু সাকিব আগামী ২০ মার্চের আগে দলে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছে তা হলো, আগামী ২০ মার্চের আগে তিনি ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবেন। পরে দেখা যাবে তিনি কি অবস্থান থাকেন।তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোন সম্ভাবনাই নেই।আকরাম খান বলেন, আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছে তা হলো, আগামী ২০ মার্চের আগে তিনি ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবেন। পরে দেখা যাবে তিনি কি অবস্থান থাকেন।তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোন সম্ভাবনাই নেই।
সাকিব ছাড়া বাংলাদেশ তৃতীয় টেস্টে নামবে সেটা পরিষ্কার হলেও, মুশফিককে কি শেষ টেস্টে দেখা যাবে? ‘মুশফিক রিকভারি করছে। তবে সে খেলবে কি না সেটা টেস্টে দুই তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’
এদিকে, সোমবার দুপুর পর্যন্ত সাকিবকে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেন। তিনি বেশ কিছু দিন ধরেই মাঠে অনুশীলন করছেন।