বাংলাদেশের লেফট আর্ম স্পিনার মোশাররফ হোসেন রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারের গত সপ্তাহে অসুস্থ হয়ে পরার পর ব্রেইন টিউমারে বিষয়টি ধরা পড়ে।
বাংলাদেশের জাতীয় দল হয় এখন পর্যন্ত মোশাররফ হোসেন রুবেল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এখনও ঘরোয়া লিগ গুলোতে খেলে চলছেন। উন্নত চিকিৎসার জন্য মোশাররফ সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছেন। তবে চার চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। তাই তিনি বিসিবির কাছে অর্থিক সাহায্যের অবাদেন জানিয়েছেন। এছাড়া, ক্রিকেটারদের গভর্নরবডি কাছে তিনি সাহায্যে আবেদন জানাবেন।
মোশাররফ হোসেন রুবেল বলেন, ‘আমি ভিসা এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য এপয়েন্টমেন্ট নিয়েছি। ডাক্তাররা জানিয়েছে টিউমারটা এখনও প্রাথমিক স্তরে আছে। তাই এটি সফল ভাবে সরানো যাবে।’
বিসিবির চিকিৎসকের কাছে মোশাররফ বিষয়টি অবগত করেন। এ বিষয়ে বিসিবির মেডিকেল টিম তাকে পরামর্শ দিচ্ছেন বলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
‘মোশাররফের ব্রেইন টিউমারটি এখনও প্রাথমিক স্তরে আছে। তবে যেহেতু ব্রেইন খুব স্পর্শকাতর বিষয় তাই তাকে দ্রুত চিকিৎসা করা উচিত।’
চট্রগ্রামে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় মোশাররফ হোসেন রুবেলের। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানেডে ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি ২০১৬ সালে ইংল্যান্ডে বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন। তিনি পাঁচ ম্যাচ খেলে চার উইকেট নেন। জাতীয় দল ছাড়াও তিনি বাংলাদেশে এ দল, বরিশাল বিভাগ, সেন্টাল জোন, ঢাকা গ্লাডিয়েটরস হয়ে খেলেছেন।সূত্র: ঢাকা ট্রিবিউন