সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১০ মার্চ ২০১৯
সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা

ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে করাচিতে নির্ধারিত একটি সংবাদ সম্মেলন করতে দেয়া হয়নি। স্থানীয় অবজারভার পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

শনিবার করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান এবং পাকিস্তান সুপার লীগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজের একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্বশরীরে উপস্থিত না হয়ে তাকে তার রেকর্ডকৃত বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেয়।

মূলত পিএসএল অধিনায়কদের উপর চাপ সম্পর্কিত বিষয়ে এ সংবাদ সম্মেলনে সরফরাজের বক্তব্য রাখার কথা ছিল।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দেয়ার বিষয়ে প্রশ্ন করা হতে পারে বিবেচনা করে সরফরাজকে সংবাদ সম্মেলনের অনুমতি দেয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

তবে গ্লাডিয়েটর্স কোচ মঈন খান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সরফরাজকে সংবাদ সম্মেলন না করার জন্য বলা হয়েছে। তিনি পিসিবি’র কাছ থেকে কোন প্রকার চাপের কথা অস্বীকার করেছেন।

আগামী ২২ মার্চ দুবাইয়ে শুরু হওয়া পাঁচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এ বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় ২-৩ ব্যবধানে ওয়ানডে সিরিজ পরাজিত হওয়া দল থেকে ছয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। বিশ্রামের তালিকায় আছেন সরফরাজও।



শেয়ার করুন :


আরও পড়ুন

আকমলকে বিশ্বকাপ দলে চান সাকলাইন-সরফরাজ

আকমলকে বিশ্বকাপ দলে চান সাকলাইন-সরফরাজ

দুই বছর পর পাকিস্তান দলে ডাক পেলেন উমর আকমল

দুই বছর পর পাকিস্তান দলে ডাক পেলেন উমর আকমল

সরফরাজকে ফিক্সিং প্রস্তাব দিয়ে কোচ আনসারি নিষিদ্ধ

সরফরাজকে ফিক্সিং প্রস্তাব দিয়ে কোচ আনসারি নিষিদ্ধ

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন শোয়েব মালিক

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের নেতৃত্ব দেবেন শোয়েব মালিক