সাকিবের আইপিএল বা শেষ টেস্ট খেলা নিয়ে ভাবছে না বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৯ মার্চ ২০১৯
সাকিবের আইপিএল বা শেষ টেস্ট খেলা নিয়ে ভাবছে না বিসিবি

ফাইল ছবি

বিপিএলের ফাইনালে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং দুই টেস্ট দলে নেই সাকিব আল হাসান। তবে কি তিনি সুস্থ হয়ে শেষ টেস্ট কিংবা আইপিএলে খেলবে?

এমন প্রশ্নে উত্তরের নির্বাচক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার জানালেন, সাকিবের আইপিএল বা শেষ টেস্ট খেলা নিয়ে ভাবছে না বিসিবি। সাকিবের সুস্থতাকেই আগে গুরুত্ব দিচ্ছেন তারা।

‌‌‘‘সাকিব খেলার জন্য কতখানি প্রস্তুত। কোন খেলার জন্য প্রস্তুত। এখন আইপিএল বা তৃতীয় টেস্ট ম্যাচ আমাদের মাথায় নেই। ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয়। সে যদি সুস্থ থাকে থার্ড টেস্ট খেলার মতন, তাহলে থার্ড টেস্ট খেলবে। আর যদি আইপিএল খেলার মতন সুস্থ হয় তাহলে আইপিএল খেলবে। এইসব নিয়ে চিন্তা করছি না। তাঁর সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়।’’

তিনি আরো বলেন, ‘‘'সাকিব বাংলাদেশ দলে খেলছে ১০-১৫ বছর হয়ে গেছে। আমার মনে হয় না তাঁকে গ্রুমিং করার জন্য আগে আগেই নিয়ে আসার দরকার আছে (আইপিএল থেকে)। ও বাংলাদেশ দলের সাথে অনেক দিন ধরেই আছে, এই গ্রুপটাই অনেক দিক ধরে আছে। এখানে এটা আইপিএল বা থার্ড টেস্টের বিষয় না। এটা ফিটনেসের বিষয়।’’

শনিবার সাকিব আল হাসান বিসিবির একাডেমি মাঠে হালকা অনুশীলন করেন। চেষ্টা করছেন পুরোপুরি ভাবে ক্রিকেটে ফিরার। তবে এখন দেখার বিষয় তিনি কখন ম্যাচে ফিরেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টির বাঁধায় দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি বল

বৃষ্টির বাঁধায় দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি বল

বিশ্বকাপে টাইগারদের সব কর্মসূচি চূড়ান্ত, ১৫ এপ্রিল দল ঘোষণা

বিশ্বকাপে টাইগারদের সব কর্মসূচি চূড়ান্ত, ১৫ এপ্রিল দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের না খেলার শঙ্কা!

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের না খেলার শঙ্কা!

বৃষ্টি বাগড়ায় ওয়েলিংটন টেস্টের প্রথম দিন পরিত্যক্ত

বৃষ্টি বাগড়ায় ওয়েলিংটন টেস্টের প্রথম দিন পরিত্যক্ত