নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড। যা সফরকারী দলের জন্য আরকেটি বড় ধাক্কা। ‘ব্যক্তিগত’ কারণে সংক্ষিপ্ত সিরিজ থেকে পোলার্ডের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট।
সফরকারী দলে এটা দ্বিতীয় পরিবর্তন। দলটিকে ইনজুরিতে থাকা রেন্সফোর্ড বিটনের বিকল্প খেলোয়াড় ডাকতে হয়েছে। চলতি সফরে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজে প্রতিটি ম্যাচই চারদিনের মধ্যে পরাজিত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়রা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘ব্যাক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেয়া অলরাউন্ডার পোলার্ডে পরিবর্তে দলে খেলবেন বাঁ-হাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। সাইড স্ট্রেইনে পড়ে দেশে ফিরে যাওয়া পেসার রেন্সফোর্ড বিটনের পরিবর্তে বাঁ-হাতি ফাস্ট বোলার শেলডন কট্রেলকে দলে নেয়া হয়েছে।’
সংক্ষিপ্ত ভার্সনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় টেস্ট ও ওয়ানডের ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজ শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলে মনে করছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। বলেন, ‘নিঃসন্দেহে তাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। মিডল অর্ডারে তাদের বেশ কিছু ব্যাটসম্যান আছে যারা আইপিএলে খুব ভালো করছে এবং স্যামুয়েলস বদ্রির মত খেলোয়াড় রয়েছে যারা টি-টোয়েন্টিতে খুব ভালো বোলিং করে থাকে। নিঃসন্দেহে তারা আমাদের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।’