পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ােনডেতে আয়ারল্যান্ডকে হেসে খেলে হারালো আফগানিস্তান। আয়ারল্যান্ডকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেলো আফগানরা।
শুক্রবার (৮ মার্চ) টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। বোলারদের দিনে আফগানিস্তান পূর্ণ ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ইনিংসের শেষ ওভারের ৫ বল বাকি থাকতেই এশিয়ার দলটির ইনিংস গুটিয়ে যায় ২২৩ রানে।
আফগানিস্তানের পক্ষে অর্ধ-শতক পূর্ণ করেন অধিনায়ক আসঘর আফগান, মোহাম্মদ নবী ও রশিদ খান। দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৫৪, ৬৪ ও ৫২ রান। আয়ারল্যান্ডের জেমস ক্যামেরন ডোও একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া বয়েড র্যানকিং ও অ্যান্ড্রি ম্যাকব্রাইন দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডকে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন দুই ওপেনার অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড ও পল স্টার্লিং। তবে দলীয় ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙার পরই ব্যাটিং অর্ডারে ধস নামে। সেই বিপর্যয় সামলে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড সহজ লক্ষ্য পূরণ করতে পারেনি।
২১ রান করা পোটারফিল্ড ও ১১ রান করা স্টার্লিংয়ের বিদায়ের পর ওয়ান ডাউনে নামা অ্যান্ডি বালবির্নিও দ্রুতই সাজঘরে ফেরেন। এরপর সিমি সিং ও কেভিন ও’ব্রায়েন বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করলেও সফল হননি। সিমি ২০ ও কেভিন ২৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের দেখা পাননি। মাত্র ৩৫.৩ ওভার ব্যাট করা আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৪ রানেই।
আফগানিস্তানের পক্ষে ডানহাতি পেসার আফতাব আলম একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া মুজিব উর রহমান ও রশিদ খান দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ২২৩ (৪৯.১ ওভার)
নবী ৬৪, আসঘর ৫৪, রশিদ ৫২
ক্যামেরন ৩২/৩, ম্যাকব্রাইন ৩৭/২
কেভিন ২৬, পোটারফিল্ড ২১
আফতাব ২৫/৪, রশিদ ২২/২
ফল: আফগানিস্তান ১০৯ রানে জয়ী।