পাঁচ ম্যার সিরিজের চতুর্থ ওয়ােনডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জয় লাভ করেছে আয়ারল্যান্ড। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যারি উইলসন।
ভারতের দেরাদুনে আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে একটি করে জয় পায় দুই দলই। প্রথম ম্যাচে আফগানস্তিান এবং তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ড জয় লাভ করে। তবে তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
তাই দুই দলই চতুর্থ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার জন্য মরিয়া।
আয়ারল্যান্ড ওয়ানডে দল:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, ডেভিড ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, নিয়েল ও’ব্রায়েন, বয়েড র্যাঙ্কিন, জেমস শ্যানন, সিমি সিং, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।
আফগানিস্তান ওয়ানডে দল:
আসগর স্তানিকজাই (অধিঃ),ফরিদ আহমদ, আফতাব আলম, মিরওয়াইজ আশরাফ, ওসমান গণি, রশীদ খান, মোহাম্মাদ নবী, গুলবাদিন নায়েব, শফিকউল্লাহ, মোহাম্মাদ শেহজাদ (উইঃ), সামিউল্লাহ শেনওয়ারি,মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান , হজরতুল্লাহ