ছয় দলের অংশ গ্রহণে দিনব্যাপী জমজমাট সিক্স এ সাইড ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) ক্রিকেট টু্র্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের (ডিইউএফএ) আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে শুক্রবার সকাল শুরু হয়ে দিনব্যাপী চলবে এ টুর্নামেন্ট।
টুর্নামেন্টে খিলগাঁও ডাইনামাইটস, উত্তরা লায়ন্স, মিরপুর টাইগার্স, রমনা টাইগার্স, শের-ই-মোহাম্মদপুর ও বনশ্রী অ্যাডভেঞ্চারস্ এই ছয়টি দল অংশ গ্রহণ করছে। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে পাঁচ ওভারের মোট ৯টি খেলা অনুষ্ঠিত হবে।
এর আগে টুর্নামেন্টের টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রভোষ্ট ড.অসীম সরকার, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম প্রমুখ।
টুর্নামেন্টকে কেন্দ্র করে ১ হাজার সদস্য নাম নিবন্ধন করেন। টুর্নামেন্টকে ঘিরে খেলার মাঠে ও মাঠের বাইরে গ্যালারিতে আনন্দ উৎসবময় পরিবেশ বিরাজ করছে। কর্মব্যস্ততার অবসরে দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন রংয়ের জার্সি পড়ে মাঠে হাজির হন।
আয়োজক সংগঠন ডুফা’র অন্যতম সদস্য কর্মকর্তা সুজন মাহমুদ সাংবাদিকদের বলেন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এসোসিয়েশন (ডুফা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯৯৫-১৯৯৬ সেশনে অধ্যয়নকারি শিক্ষার্থী) ৪১টি বিভাগের বন্ধুদের নিয়ে গঠিত একটি সংগঠন।