আজ অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের শীর্ষ অল রাউন্ডার সাকিব আল হাসান। বাঁ হাতের কানিষ্ঠ আঙ্গুলের ইনজুরিতে পড়া সাকিব এর মাধ্যমে নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আজ বলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরানো হবেনা। গত আট ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে খেলার সময় ইনজুরির কবলে পড়েছিলেন সাকিব।
বিসিবি সভাপতি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৬ মার্চ শুরু হওয়া তৃতীয় টেস্টেই তাকে নামাতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে সে নিজে যদি মনে করে সুস্থ হয়েছে, তাহলে তৃতীয় টেস্টের আগে নিউজিল্যান্ড যেতে পারে।’
সম্প্রতি ইনজুরিগ্রস্ত আঙ্গুলে এক্স-রে করিয়েছেন সাকিব। সেখানে গুরুতর কোন সমস্যা ধরা পড়েনি। নাজমুল হাসান বলেন, ‘সাকিব তৃতীয় টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেছে। দুবাইয়ে আইসিসি’র বোর্ড সভায় যোগ দিতে দেশ ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন নিউজিল্যান্ড যাবার আগে নিজের সুস্থতা যাচাই করতে সাকিব ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) কয়েকটি ম্যাচ খেলতে চায়।’
যে কারণে আমি ভেবেছিলাম, যদি এখানে লীগ খেলতে পারেন তাহলে, দ্বিতীয় টেস্টেও অংশ নিতে পারবে। তবে তার শারিরিক বিষয়টাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। আমি শুনেছি সে ফের টেস্ট করিয়েছে, সেখানে তাকে আরো সাত দিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। আমি মনে করিনা তৃতীয় টেস্টেই তাকে খেলতে হবে। কারণ বিশ্বকাপ ঘনিয়ে আসছে। তাই আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ ও ড্রথম টেস্ট মিস করেছেন সাকিব। এদিকে কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজে সময় আঙ্গুল ও হাতের কব্জির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তার বিষয়েও ইতিবাচক সংবাদ দিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, মুশফিক বর্তমানে স্বস্তি বোধ করছেন এবং আগামী ৮ মার্চ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অংশ নিতে চায়।