বইতে শুরু করেছে বিশ্বকাপ হাওয়া। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ মাঠে গড়াতে আর মাত্র ৮৭ দিন বাকি। ইতিমধ্যে নিজেদের গোছানোর কাজ শুরু করেছে অংশগ্রহণ করতে যাওয়া ১০ দল।
এর মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড়-ছোট’র তালিকা প্রকাশ করল ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাই 'ইএসপিএনক্রিকইনফো'। তাতে সবচেয়ে খাটো ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর সবচেয়ে লম্বা ক্রিকেটার হিসেবে ঠাঁয় পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।
যুগান্তর অনলাইন পাঠকদের জন্য সেই তালিকা তুলে ধরা হলো-
বিশ্বকাপে সবচেয়ে কম দল: ৮টি (১৯৭৫-১৯৮৭ পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে বেশি দল: ১৬টি (২০০৭ আসরে)
বিশ্বকাপে সবচেয়ে ছোট স্টেডিয়াম: গ্রেঞ্জ ক্লাব, এডিনব্রো (দর্শক ধারণক্ষমতা- ৩ হাজার)
বিশ্বকাপে সবচেয়ে বড় স্টেডিয়াম: ইডেন গার্ডেনস, কলকাতা (দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২০ হাজার)
বিশ্বকাপে সবচেয়ে খাটো ক্রিকেটার: মুশফিকুর রহিম (৫ ফুট ৩ ইঞ্চি)
বিশ্বকাপে সবচেয়ে লম্বা ক্রিকেটার: মোহাম্মদ ইরফান (৭ ফুট ১ ইঞ্চি)
বিশ্বকাপে সবচেয়ে কম প্রাইজমানি: ৫ হাজার ২০০ ডলার (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রাইজমানি: ৩৭ লাখ ৫০ হাজার ডলার (২০১৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা জয়: অস্ট্রেলিয়া, ২৭টি (১৯৯৯-২০১১ পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে বেশি টানা পরাজয়: জিম্বাবুয়ে, ১৮টি (১৯৮৩-১৯৯২ পর্যন্ত)
বিশ্বকাপে সবচেয়ে কম ছক্কা: ২৮টি (১৯৭৫)
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা: ৪৬৩টি (২০১৫)
বিশ্বকাপে এক আসরে সবচেয়ে কম রান: মিচেল স্টার্ক, ৩ ইনিংসে ০ রান, (২০১৫))
বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান: শচীন টেন্ডুলকার, ৬৭৩ রান (২০০৩)