সুদূর ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্রে কিউইদের বিপক্ষে লড়ছে টাইগাররা। ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার প্রথম টেস্টে ইংনিংস ব্যবধানে হেরেছে তারা।
মুশফিক-সাকিব বিহীন দলকে অনেকটাই টালমাটাল দেখা যাচ্ছে। দলের এমন শোচনীয় অবস্থায় বিশ্ব ভ্রমণে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কারণ ইনজুরিতে মাঠের বাইরে তিনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে পরিবারকে সময় দিলেন তিনি। ‘ছুটি’ নিয়ে পরিবারসমেত গিয়েছিলেন আমেরিকায়। সেখান থেকে ব্যাংকক হয়ে অবশেষে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকায় পা রাখেন তিনি।
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিউজিল্যান্ডে বাংলাদেশের সাংবাদিকদের কাছে সপ্তাহ খানেক তথ্য দিয়েছিলেন যে, সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলবেন সাকিব।
তবে কী সেজন্যই ভ্রমণ সমাপ্তি দিয়ে দেশে ফেরা সাকিবের? নাকি নিউজিল্যান্ড নয় আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন সাকিব। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের চুক্তিবদ্ধ তিনি।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ‘সাকিব আগে দেশে ফিরুক। তারপর তার আঙুলে এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা আমাদের জানাবেন সাকিবের বিষয়ে পরবর্তী করণীয় কী?’
সাকিব এখন কেমন আছে এমন প্রশ্নে তিনি সুখবরই দিলেন।
প্রধান নির্বাচক, ‘ফোনে সাকিব আমাকে জানিয়েছে তার এখন আঙ্গুলের ব্যথা কম আছে। বেশ ভালো অনুভব করছে ও দ্রুত সেরে উঠছে সে।’