বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৩ মার্চ ২০১৯
বৃষ্টিতে পণ্ড আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

আফগানিস্তান ইনিংসের শেষ দিকে নামলো বৃষ্টি। মাঝে-মধ্যে একটু থামলেও আর খেলা শুরু করা সম্ভব হলো না। পরিত্যক্ত হয়ে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ওয়ানডে।

দেরাদুনে শনিবার আফগানিস্তানের ইনিংসে ৪৮ ওভার ৩ বল পরে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ২৫০/৭। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম ম্যাচে জেতা আফগানিস্তান পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জাভেদ আহমাদির সঙ্গে ৯০ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ছন্দে থাকা জাজাই। এক প্রান্তে তার ব্যাট ছিল উত্তাল, অন্য প্রান্তে নিজেকে পুরো গুটিয়ে রেখেছিলেন আহমাদি।

টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের ভোগানো জাজাই ফিফটি তুলে নেন ৩২ বলে। তাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রায়ান। ৪৩ বলে পাঁচটি করে ছক্কা-চারে তরুণ বাঁহাতি ওপেনার করেন ৬৭। পরের ওভারে ফিরে যান আহমাদি।

হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে ৮৭ রানের জুটি গড়া রহমত শাহ খেলেন ৮ চারে ৬৬ বলে ৫৪ রানের ইনিংস। শাহিদি চারটি চারে ফিরেন ৫২ রান করে।

ভালো শুরুর সুবিধা নিতে পারেননি আসগর আফগান, মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। শেষ দিকে ছক্কা হাঁকিয়ে শুরু করেছিলেন রশিদ খান। তবে বৃষ্টি এসে থামিয়ে দেয় তাকে। আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল ৩ উইকেট নেন ৫১ রানে।

আগামী মঙ্গলবার একই ভেন্যুতে হবে তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৮.৩ ওভারে ২৫০/৭ (জাজাই ৬৭, আহমাদি ২২, রহমত ৫৪, শাহিদি ৫২, আফগান ৮, নবি ২৪, গুলবাদিন ৩, রশিদ ১১*, ইকরাম ৫*; মারটাঘ ০/৪৭, ম্যাকব্রায়ান ২/৪৩, র্যানকিন ১/৩৮, সিমি ১/৩৩, জেমস ০/৩৬, ডকরেল ৩/৫১)

ফল: ম্যাচ পরিত্যক্ত



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

দ্রুততম সেঞ্চুরিতে তামিমের পাশে নাম বসালেন সৌম্য

দ্রুততম সেঞ্চুরিতে তামিমের পাশে নাম বসালেন সৌম্য

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের