ওয়ালটন ডিপিএল টি-২০ : কে হচ্ছে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০২ মার্চ ২০১৯
ওয়ালটন ডিপিএল টি-২০ : কে হচ্ছে চ্যাম্পিয়ন

প্রথম বারের মতো হওয়া ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-২০ টুর্নামেন্ট দুর্দান্ত ইংনিস খেলে ফাইনালে উঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালে নানা নাটকীয়তা, রোমাঞ্চ আর উত্তেজনার কারণে সবার দৃষ্টি এখন ফাইনালের দিকে।

কে হচ্ছে ওয়ালটন ডিপিএল টি-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন? সেটা জানার জন্য সবার অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাটটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম ম্যাচ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে ফাইনালে ওঠে শেখ জামাল। শাইনপুকুরের বিপক্ষে ৬৫ রানে ৫ উইকেট হারানোর পরও জিয়াউর রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে শেখ জামাল। জিয়াউর মাত্র ২৯ বলে ৭ ছক্কা ও ৪ চারে অপরাজিত ৭২ রান করেন।

দিনের দ্বিতীয় ম্যাচে বল-ব্যাট হাতে আলো ছড়ান ফরহাদ রেজা। প্রাইম দোলেশ্বরকে পরপর দুই ম্যাচ জিতিয়ে ফাইনালে উঠিয়েছেন দলটির অধিনায়ক। বল হাতে ৫ উইকেট এবং ব্যাটিংয়ে ৮ বলে ২৪ রান করে দোলেশ্বরকে ‘প্রাইম ডার্বি’ জেতান ফরহাদ।

বিদেশী কোন ক্রিকেটার ছাড়াই বোদহয় বাংলাদেশের ইতিহাসে এইটি প্রথম টি-২০ টুর্নামেন্টে, যেখানে ১৮০ কিংবা ১৯০ রান টপকে জয় তুলে নিয়ে ম্যাচে নাটকীয়তা, রোমাঞ্চ আর উত্তেজনার সৃষ্টি করা।

প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের মূল আসরের স্পন্সর কীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন টি-২০ টুর্নামেন্টেরও স্পন্সর হিসেবে রয়েছে। দুই সেমিফাইনালের মতো ফাইনাল ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

ফরহাদ রেজার অলরাউন্ডার নৈপূণ্যে সেমিফাইনালে দোলেশ্বর

ফরহাদ রেজার অলরাউন্ডার নৈপূণ্যে সেমিফাইনালে দোলেশ্বর

বৃষ্টি আইনে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

বৃষ্টি আইনে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর