দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত

ছবি: ক্রিকইনফো

গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১১৩ রানের সুবাদে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এর ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতল অসিরা। অন্যদিকে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কোহলি ভারত।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৩ উইকেটে জিতেছিলো অ্যারন ফিঞ্চের দল। বুধবার ব্যাঙ্গালুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক বিরাট কোহলির হাফ-সেঞ্চুরির সাথে ওপেনার লোকেশ রাহুলের ২৬ বলে ৪০ ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ২৩ বলে ৪০ রানের কল্যাণে ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় ভারত।

২টি চার ও ৬টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৭২ রান করেন কোহলি।

জবাবে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং-এ ২ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৭টি চার ও ৯টি ছক্কায় মাত্র ৫৫ বলে অপরাজিত ১১৩ রান করেন ম্যাক্সওয়েল। ৫০তম বলে টি-২০ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া ম্যাক্সওয়েল হয়েছেন ম্যাচ সেরা।

আগামী ২ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।



শেয়ার করুন :