কাশ্মীরে জঙ্গি হামলার জেরে বিশ্বকাপ ক্রিকেটে ম্যাচ বয়কট করার প্রস্তাবের পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসির সভা। সেখানে আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিশ্চিতভাবে কথা উঠবে।
ইতিমধ্যে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিসিআই। যেখানে পাকিস্তানের নাম না করেই লেখা হয়েছে, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সমর্থন না করতে।
আগামী শুক্রবার এবং শনিবার আইসিসির গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক হবে। ভারতের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত থাকবেন বোর্ডের সিইও রাহুল জোহরি, ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি। অন্যদিকে পিসিবির পক্ষ থেকে উপস্থিত থাকবেন বোর্ড চেয়ারম্যান এহসান মানি, এমডি ওয়াসিম খান এবং সুবান আহমেদ।
মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বোর্ডের প্রস্তাবের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে পিসিবি। তিনি বলেছেন, 'পাকিস্তানের অবস্থান খুব স্পষ্ট। ভারত যদি ওয়াকওভার দিতে চায়, তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু প্রশ্ন হলো, নক-আউট পর্বে যদি দুই দল মুখোমুখি হয়, তখন কী হবে।'