ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে মোহাম্মদ আশরাফুল খেলবেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। গত বছর খেলেছিলেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। করেছিলেন পাঁচটি সেঞ্চুরি। তবে রান করেও মন্থর গতি নিয়ে ওঠেছিল নানা প্রশ্ন।
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ভালো করতে পারেননি আশরাফুল। ফলে ঢাকা প্রিমিয়ারের আগে পুরোদমে অনুশীলন করছেন তিনি।
মিরপুরে বিসিবির একাডেমিক মাঠে শনিবার অনুশীলন শেষে আশরাফুল জানান, মন্থর নয় তিনি পরিস্থিতি বিচার করেই চালিয়েছেন ব্যাট। তার ভাষায়, ‘এটা আসলে আমি মনে করি না (মন্থর ব্যাটিং)। যদি ম্যাচের পরিস্থিতি দেখেন, পরিস্থিতি অনুযায়ী, শুরুতে হয়তো কয়েকটা ম্যাচে (মন্থর হয়েছে), তবে যেগুলো আমি সেঞ্চুরি করেছিলাম। সেগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিকই ছিল। কারণ মোহামেডানের সাথে আমি ১২৭ করেছিলাম ১২৩ বলে। তো হাতে থাকবে রান বেশি হবে তখন এক ধরনের খেলা, আবার উইকেট পড়ে গেলে আরেক রকমের খেলা হবে।’
নিজের ফিটনেসে আস্থা রেখে এবার স্ট্রাইকরেট আরও বাড়ানোর আশা আশরাফুলের। বলেন, ‘গত বছর ৭৪ স্ট্রাইক রেট ছিল, এবার চেষ্টা থাকবে...। তবে এটাও ঠিক গত বছর থেকে আমি এখন অনেক ফিট। সবকিছু থেকে অনেক উন্নতি হয়েছে। গত বছর এতটা ফিট ছিলাম না। লক্ষ্য তো থাকবেই স্ট্রাইক রেটটা যেন ভালো হয়। দলের পারফর্মেন্সে প্রভাব পড়ে ওইভাবে চেষ্টা করব।’
গতবারের দল কলাবাগানের চেয়ে মোহামেডানকে নিয়ে ইতিবাচক আশরাফুল, ‘সবাই যে প্রশ্ন করে, দলের পারফর্মেন্সে প্রভাব পড়ে নাই। আসলে একা তো সম্ভব না। তো এইবার দলটা খুব ভালো। আশা করি সবাই মিলে ভালো করব।’
বিপিএল নিয়ে তিনি বলেন, ‘বিপিএলটা যদি সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত। যেহেতু ঢাকা লিগটা গত বছর ভালো খেলেছিলাম, দল ফল পায়নি। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাইব। শুরু থেকে ভালো করতে চাইব।’