শেষ হয়ে গেল ২০১৭, নতুন বছর ২০১৮-কে স্বাগতম জানাতে প্রস্তুত পুরো পৃথিবী। শেষ হয়ে গেলেই কি সব ফুরিয়ে যায়? যায় না। পুরনো সবই রয়ে যায় অতীত বা ইতিহাস হয়ে। তেমনি প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়ে হিসেব ছিল ক্রিকেট বিশ্বেও।
ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টে মিশ্র অভিজ্ঞতায় বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দল হিসেবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে মুশফিকুর রহিমরা। তবে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব-তামিমরা। সেই নৈপুণ্যের পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার। বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বছরের সেরা টেস্ট ক্রিকেটারদের বেছে নিয়ে টেস্ট একাদশ গড়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। সেখানে ডিন এলগার, মিচেল স্টার্ক, বিরাট কোহলিরা রয়েছেন অনুমিতভাবেই। বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিবকে।
২০১৭ সারের শুরুতে ওয়েলিংটন টেস্টে টিম সাউদি, ট্রেন্ট বোল্টের বিপক্ষে ২১৭ রান করেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসকে গুরুত্ব দিয়েছে গার্ডিয়ান। তবে পত্রিকাটির চোখে সাকিবের বর্ষসেরা পারফরম্যান্স এসেছে ঢাকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৮৪ রান করার পাশাপাশি ১৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ৪৭.৫ গড়ে রান করেছেন ৬৬৫। উইকেট নিয়েছেন ২৯টি।
অন্যদিকে টেস্টে উইকেটরক্ষকের চেয়েও ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা পালন করেন মুশফিক। এ বছর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সদ্য সাবেক এ টেস্ট অধিনায়ক। ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করার পাশাপাশি ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করেছেন মুশফিক। বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষকও তিনি।
ওয়েলিংটনে সেই টেস্টে ১৫৯ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও ১২৭ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া দুই টেস্টেও ফিফটি করেছিলেন মুশফিক।
গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ
ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পুজারা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।