সিলেটবাসীদের কাছে আক্ষেপের আরেক নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল। বিপিএলের আসরের সিলেটী দলগুলো সমর্থকদের শুধু হতাশাই উপহার দিয়েছে।
প্রথম আসরে নিদারুণ ব্যর্থতা, দ্বিতীয় আসরের ভাল দল গড়েও শেষ চারে ভেঙ্গে পড়া,তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজি বদল তারপরও ব্যার্থতা, পরের আসরের তো মালিকানা ঝামেলায় সিলেটের কোন দলই নেই। সাফল্য বলতে কিছুই পায়নি সিলেটবাসী। অবশেষে পঞ্চম আসরে নতুন নাম সিলেট সিক্সার্স পেল তারা।
সবকিছু ঠিকঠাক থাকলেও দলের প্লেয়ার নির্বাচন নিয়ে সমর্থকদের মনে অসন্তুষ্টি রয়েছে। কিন্তু খেলোয়াড় - ম্যানেজমেন্টের চোখে এই দলই যথেষ্ট লড়াকু। সেই মনোভাব নিয়েই সিলেটবাসীর পাহাড়সম প্রত্যাশার চাপ নিয়েই মাঠে নামবে সিলেট সিক্সার্স।
সেই চাপ সামলাতে সিক্সার্স দ্বারস্থ হয়েছে অভিজ্ঞ হেড কোচ জাহিদ এহসানের, তার ডেপুটি একেএম মাহমুদ। টিম ডিরেক্টর ফারুক আহমেদ।
এএমএ মুহিতের তত্ত্বাবধায়নে, শাহেদ মুহিতের মালিকানাধীন দলটিতে আইকন হিসেবে রয়েছে টি২০ স্পেশালিষ্ট ব্যাটসম্যান সাব্বির রহমান এছাড়াও রয়েছে নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলামের মতো তারকারা আরও আছে শুভাগত হোম, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ,মোহাম্মদ শরীফ,ইমতিয়াজ তান্না,শরীফুল্লাহ।
বিদেশী তারকাদের মধ্যে রয়েছেন
বাবর আজম, উসমান খান শেনওয়ারী,ক্রিসমার সান্তোকি,ব্যারি ম্যাককার্থি, আন্দ্রে ফ্লেচার, ডেভি জ্যাকবস, লিয়াম প্ল্যাংকেট, রস হুইটলি, চতুরঙ্গ ডি সিলভা, দাসুন সানাকা, ওয়াওদু হাসারাঙ্গা।
আগামী ৪ ঠা নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনি ম্যাচে শক্তিশালী ঢাকার মোকাবেলার মাধ্যমে নিজেদের বিপিএল জার্নি শুরু করবে সিলেট সিক্সার্স ।