শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘আড়াইআনী বাজার যুব ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন হয়েছে। আড়াইআনী বাজার যুব সমাজের আয়োজনে শুক্রবার হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় সুপার বয়েজের মুখোমুখি হয় গোবিন্দনগর একাদশ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সুপার বয়েজ। ১৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে সুপার বয়েজ ৭ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।
সুপার বয়েজের দেওয়া ১০৮ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারেনি গোবিন্দনগর একাদশ। সুপার বয়েজের বোলার রায়হানের বোলিং তোপে মাত্র ৫১ রানে অলআউট হয়ে যায় গোবিন্দনগর। ফলে ৫৬ রানের বড় জয় পায় সুপার বয়েজ।
দুর্দান্ত ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সুপার বয়েজের বোলার রায়হান।
এর আগে, আড়াইআনী বাজার যুব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক মো. আবু সাঈদ, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজিবুল ইসলাম রাজিব, ছাত্রলীগ নেতা আবিদ আল হোসাইন সৈকত, তরুণ সমাজ সেবক নেওয়াজ শরীফ শাকিল, টুর্নামেন্টের আয়োজক ও ছাত্রলীগ নেতা আদনান হোসাইন সাকিব, মেহেদী হাসান, তানভীর হাসান, মাহবুব হাসান, সুমন হোসাইন শুভ প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, যুব সমাজকে মাদকসহ সামাজিক ব্যাধি থেকে এক মাত্র খেলাধুলাই দূরে রাখতে পারে। তাই আড়াইআনী বাজার যুব ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ফের নালিতাবাড়ীতে খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়বে। এতে তরুণরা মাদক থেকে দূরে থেকে মাঠমুখি হবে।
উল্লেখ্য, আড়াইআনী বাজার যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টটিতে নালিতাবাড়ীর ৮ ক্লাব অংশগ্রহন করছে।