হেরে গেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯
হেরে গেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ফাইল ছবি

শ্রীলঙ্কার ক্রিকেট (এসএলসি) বোর্ড নির্বাচনে হেরে গেলেন দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বোর্ডের সহ-সভাপতি পদে লড়ে হেরে গেছেন।

তিন জনের মধ্যে ৫৫ বছর বয়সী রানাতুঙ্গা হয়েছেন তৃতীয়। একই সাথে সাধারন সম্পাদক পদে হেরে গেছেন তার ছোট ভাই নিশান্থাও। শ্রীলংকা ক্রিকেট কোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রানাতুঙ্গার চির প্রতিদ্বন্দি শাম্মি সিলভা।

উল্লেখ্য, গেল বছর অর্জুনা রানাতুঙ্গা বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে। এক ভারতীয় নারী বিমান কর্মী রানাতুঙ্গার বিপক্ষে যৌন হেনস্তার অভিযোগ আনেন। ফেসবুকের এক পোস্টে ওই বিমানকর্মী দাবি করেন, লঙ্কান সাবেক এই ক্রিকেটার ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

শুধু তাই নয়, ওই বছরই নিজের কার্যালয়ের সামনে তার দেহরক্ষীর গুলিতে একজন নিহত হন। ওই ঘটনায়ই তাকে গ্রেফতারও কা হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্ত হয় তিনি। রানাতুঙ্গা শ্রীলঙ্কার মন্ত্রিসভায় জ্বালানিমন্ত্রী ছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিটকে পড়লেন পান্ডিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিটকে পড়লেন পান্ডিয়া

২৫ হাজার আসনের স্টেডিয়ামে আবেদন ৪ লাখ

২৫ হাজার আসনের স্টেডিয়ামে আবেদন ৪ লাখ

দেশে ফিরছেন মাশরাফিরা

দেশে ফিরছেন মাশরাফিরা

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য