২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০১৬ সালে ভারতের বিপক্ষে ১টি করে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের।
এর পর ওই মাঠে আর কোন আন্তর্জাতিক ম্যাচ দেখা যায়নি। প্রতি বছর বর্ষায় স্টেডিয়ামের প্রবেশ পথ ও মাঠে জমে থাকে পানি। এ নিয়ে বিপাকে পড়েছে বিসিবি।
এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বেশ কিছু খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফতুল্লা স্টেডিয়ামে। তাই ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান চায় বিসিবি।
এ লক্ষ্যে বুয়েটের প্রকৌশলীদের কাছ থেকে যথাযথ পরিকল্পনা ও দিক নির্দেশনা নিয়ে শীঘ্রই ফতুল্লা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঢাকা মিরপুর শেরেবাংলা, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপি এই তিনটি ভেন্যুতে ঢাকা প্রিমিয়ার লীগের খেলা হবে। সূচি অনুসারে প্রতিদিন ৩টি ম্যাচ মাঠে গড়াবে।