ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহতের ঘটনার পর থেকেই বিভিন্ন ক্রিকেটার, ক্রীড়া প্রতিষ্ঠান থেকে নানা প্রতিবাদ ও নিন্দা আসছে।
এ ঘটনায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ভারতীর ব্যক্তি মালিকানাধীন ডি স্পোর্টস সম্প্রচার বন্ধ করে দেওয়ার পর ক্রিকবাজও সচ্চার হলো। ভারতভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, তারা পিএসএলের কোন নিউজ এবং স্কোর কাভার করবে না।
এমনি সংবাদমাধ্যমটি পিএসএলের সকল সংবাদও মুছে ফেলে। তবে ভারতের আরেক জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো পিএসএলের নিউজ ও স্কোর প্রকাশ করা বন্ধ করেনি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরের পর্দা উঠে। ওই দিনই পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহর। পথে গোরিপোরার কাছে একটি বাসে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি। এই আত্মঘাতী হামলায় ভারতের অন্তত ৪০ জন আধাসামরিক সেনা নিহত হন। এ ঘটনা পাকিস্তানের মাদদে হচ্ছে বলে দাবি করছেন ভারতীয়রা।
তাই ভারতীয় ক্রিকেটার থেকে সরকারের কর্তা ব্যাক্তিরা পাকিস্তানকে দোষ দিয়ে আসছেন। এ ঘটনায় শচীন- কোহিলরা নিন্দা জানলেও গৌতমগম্ভীর রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে চেয়ে বসেছেন।