ইনজুরির কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইমরুল কায়েস। বিপিএলের প্রথম কোয়ালিফয়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান তিনি।
পরে ইমরুল ফাইনাল ব্যথানাশক ওষুধ খেয়ে মাঠে নামেন। যার কারণেই এ সমস্যায় পড়তে হয়েছে ইমরুলকে। ফলে বাড়তি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
বুধবার ইনজুরির স্ক্যান ও এমআরআই রিপোর্ট দেখাতে বিসিবিতে আসেন ইমরুল কায়েস।
বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রাথমিক ভাবে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তবে এর কম সময়ও লাগতে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছি।’
এদিকে জাতীয় দলের বাইরে থাকায় তেমন একটা সমস্যায় পড়তে হবে না ইমরুলকে। তবে সময়ের আগে সুস্থ না হলে ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবন না তিনি।
এর আগে বিপিএল ফাইনালে কুমিল্লার বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে বাম হাতের অনামিকা আঙুলে চোট পান সাকিব। যার জেরে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।