কোচকে পিটিয়ে নিষিদ্ধ ভারতীয় দুই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
কোচকে পিটিয়ে নিষিদ্ধ ভারতীয় দুই ক্রিকেটার

দলে না নেয়ায় কোচকে পেটালেন অপরাধে ভারতীয় দুই ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই এ শাস্তি দেয়া হয়া তাকে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

গত সোমবার দিল্লির স্টিফেন গ্রাউন্ডে চলছিল অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন। সেখানেই কোচ অমিত ভান্ডারির ওপর অতর্কিত হামলা চালায় এক দল যুবক। রীতিমতো মাটিতে ফেলে দল বেঁধে মারধর করা হয় দিল্লির নির্বাচক প্রধানকে।

হকিস্টিক ও রড দিয়ে ভান্ডারীর মাথায় ও কানের পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিভিল লাইন্সে সন্ত প্যারামানান্ড হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, দল গঠন করা নিয়েই এ হামলার শিকার হন ভান্ডারি।

হামলার পরপরই বেরিয়ে আসে, ওই ঘটনার নায়ক ছিলেন দিল্লি অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার অনুজ দেধা এবং তার ভাই নরেশ। এ ঘটনায় গোটা দিল্লি ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমন অক্রিকেটীয় আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিষেণ সিং বেদীসহ সাবেক তারকা ক্রিকটোররা।

শেষ পর্যন্ত সেই ক্রিকেটার অনুজ দেধা এবং তার ভাই নরেশকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয় দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিসিএ)। সংস্থাটির প্রেসিডেন্ট রজত শর্মা অনুজ দেধাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানান।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব ক্রিকেটের আইডল কে এই শিশু?

বিশ্ব ক্রিকেটের আইডল কে এই শিশু?

নেপালি ক্রিকেটারদের বেতন কত?

নেপালি ক্রিকেটারদের বেতন কত?

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে বাংলাদেশি ভারোত্তোলক গ্রেফতার

বিশ্বকাপে ভারত-পাকিস্তান নিয়ে মঈন খানের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপে ভারত-পাকিস্তান নিয়ে মঈন খানের ভবিষ্যদ্বাণী