বিমানে ভয়, অকল্যান্ড থেকে গাড়িতে নেপিয়ার গেলেন মাশরাফিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯
বিমানে ভয়, অকল্যান্ড থেকে গাড়িতে নেপিয়ার গেলেন মাশরাফিরা

যাদের দিনের পর দিন বিমানে করে এক দেশ থেকে অন্য দেশে খেলতে যেতে হয়, তাদেরই কিনা এখন বিমানে ভয়। আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অকল্যান্ড থেকে নেপিয়ারে বিমানের পরিবর্তে গড়িতে করে যান মাশরাফিরা।

নিউজিল্যান্ডে বাতাস থাকার কারণে বিমানে বাঁকুনি হয় বেশি। বিশেষ করে ছোট বিমানে। তাই সেই ভীতিটা কাজ করেছে ক্রিকেটারদের।

নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে। দল বিমানে করে আগেই দুই দফায় ক্রিকেটার সেখানে চলে গেছে। কিন্তু মাশরাফি আর তামিম দলের সঙ্গে যাননি। তারা অকল্যান্ড থেকে নেপিয়ারে যাওয়ার জন্য উঠে বসেন প্রাইভেট কারে। গাড়িতে করে সেখানে পৌঁছতে লেগেছে ছয় ঘন্টার মতো, বিমানে যে পথ বড়জোর এক ঘন্টার।

১৩ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে সময় সকাল ৭টায় নেপিয়ারে ম্যাকলেন পার্ক মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে ম্যাচে আগে অনুশীলনের জন্য মাত্র একদিন সময় পাচ্ছেন মাশরাফিরা। প্রথম ওয়ানডের পর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।

তবে বিপিএলের কারণে তিন দফায় খেলোয়াড় পাঠাতে বাধ্য হয়। শেষ দফায় মাশরাফি-তামিমরা রোববার সন্ধ্যায় নিউজিল্যান্ড গিয়ে পৌঁছান। তবে নিউজিল্যন্ডের বিপক্ষে ওয়াডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। আঙুলের ইজুরির কারণে তিনি নিউজিল্যান্ড যেতে পারেন নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ওয়ানডে খেলতে নেপিয়ারে টাইগাররা

প্রথম ওয়ানডে খেলতে নেপিয়ারে টাইগাররা

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে টাইগারদের হার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে কতটা এগোবে টাইগাররা?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে কতটা এগোবে টাইগাররা?

নিউজিল্যান্ড-বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেল চ্যানেল নাইন

নিউজিল্যান্ড-বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেল চ্যানেল নাইন