বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ হতে না হতেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর শুরু করার চিন্তা ছিল কর্তৃপক্ষের। সে অনুযায়ী শুরু হয়েছিল তোড়জোড়ও। তবে বিপিএলের ঠাসা ব্যস্ততার পর কিছুটা সময় নিতে হচ্ছে। ফলে চলতি মাসে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হলেও আসর গড়াবে মার্চের ১ তারিখ থেকে।
পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি থেকে। তার আগে ১২ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছানোর কথা ছিল ক্লাবগুলোর। তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর সমন্বয়ক আমিন খান জানিয়েছেন, দুটি তারিখই পেছানো হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ডিপিএল শুরু হবে ১ মার্চ। আর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি।ক্লাবগুলোর বেশিরভাগ কর্মকর্তা বিপিএলের বিভিন্ন ফ্রেঞ্চাইজিতে যুক্ত থাকায় এ লিগ পেছানো হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি স্টারের বাংলা ভার্সনে এক প্রতিবেদনে জানানো হয়, গতবারের মতো এবারও ডিপিএলে কোন আইকন ক্যাটাগরি থাকছে না। সর্বোচ্চ গ্রেড ধরা হচ্ছে এ+। আমিন খান জানান, ‘আমাদের আগের মতই, এ প্লাস ক্যাটাগরি থাকবে, এ থাকবে, এভাবেই ছয় সাতটা গ্রেড থাকবে। সেই অনুযায়ীই ৩৫-৩০ লাখ থাকা এ+ গ্রেড, ৩০-২৫ লাখ টাকা থাকবে এ গ্রেডে, বি গ্রেডে থাকবে ২০-১৮ লাখ, এভাবে আমরা গ্রেড ভাগ করেছি। সর্বোচ্চ ৩৫ লাখ থাকবে।’
জানা গেছে, ক্লাবগুলো আগের মৌসুম থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। ড্রাফটের আগেই সিসিডিএমকে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানাতে হবে ক্লাবগুলোকে। লিগ শুরুর আগে ধরে রাখা এসব ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হবে।