স্মিথ-ওয়ার্নারে বিশ্বকাপে অস্ট্রেলিয়া শক্তিশালী হবে। এমনটাই মনে করেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সহকারী কোচ রিকি পন্টিংয়ের।
এবারও শিরোপা পুনরূদ্ধারের মিশনে অস্ট্রেলিয়া নামবে কিনা এমন প্রশ্নে বিশ্বকাপকে ঘিরে সহকারী কোচের দায়িত্ব পাওয়া পন্টিংয়ের মন্তব্য, ‘অবশ্যই। আমি কোচ বলে এমন মন্তব্য করছি না। তবে ওদের চারপাশে যখন ছিলাম তখনও এ কথা বলেছি। কারণ ইংল্যান্ডের কন্ডিশন আমাদের কাজে দেবে।’
মার্চের ২৯ তারিখে বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথ ও ওয়ার্নারের। পন্টিং মনে করেন অভিজ্ঞ দুই তারকার ফেরা মানেই বিশ্বকাপে তাদের শক্তি বেড়ে যাওয়া, ‘ভারত ও ইংল্যান্ড বর্তমানে শক্তিশালী। তবে আপনি যদি স্মিথ ও ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলে যুক্ত করেন তাহলে অজিরা যে কোনও দলের মতোই শক্তিশালী।’
ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে পন্টিংয়ের নামটা খুব বেশি করেই চর্চিত হয়। কারণ ২০০৩ ও ২০০৭ সালে টানা দুইবার তার নেতৃত্বে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আবার ১৯৯৯ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।
এই অবস্থায় বিশ্বকাপের কৌশল নিয়ে তার মন্তব্য, ‘আমরা বিশ্বকাপে গিয়েছি মাইকেল বেভানকে ইনজুরিতে রেখে, লেম্যান নিষিদ্ধ আবার ওয়ার্ন ও গিলেস্পিকে ফিরে যেতে হয়েছে। বিশ্বকাপ পরিকল্পনামাফিক চলে এমন ধারণা দুর্লভ, তাই এই মুহূর্তে যারা দলের বাইরে আছে তাদের ফিরিয়ে আনতে হবে। তাহলে কাগজে কলমে যে কোনও দলের মতো এটা ভালো দল হবে।’