২৭ বছর বয়সী ডানহাতি পেসার স্কট কুখেলাইনের বিপক্ষে ধর্ষণের অভিযোগ এনে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সময়ে এক নারী প্ল্যাকার্ড হাতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। ‘জেগে ওঠো নিউজিল্যান্ড ক্রিকেট, #মিটু।’ লিখে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই নারীকে।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে স্কট কুখেলাইনের বিপক্ষে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা করেন এক নারী। সেবার এ অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছিলেন কিউই অলরাউন্ডার। পরে একই বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুলেনের। সে সফরেই খেলেছেন ক্যারিয়ারের এখনো পর্যন্ত ২টি ওয়ানডে। তবে চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে তিনি দলে ফিরছেন।
ভারতে বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কট কুখেলাইন ব্যাটিংয়ে দুই বলে ২ রান করে অপাজিত ছিলেন এবং বোলিংয়ে ৩.৫ বল করে কোন উইকেট না পেয়ে ৩২ রান দেন। এ ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারে নিউজিল্যান্ড।
সারা বিশ্বে বিভিন্ন পেশায় #মিটু ট্রেন্ড দিয়ে প্রতিবাদ হলেও ক্রিকেটে এটিই প্রথম। এমন প্রতিবাদের পর থেকে টুইটারের ওই ক্রিকেটারের বিরুদ্ধে সমালোচনা ঝড় শুরু হয়েছে।
এবিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের জনসংযোগ কর্তা রিচার্ড বুক বলেন, ‘‘আবেগের বশে কেউ এটি করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’’