আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে আসনে রেখে তৃতীয় দফায় নিউজিল্যান্ড যাচ্ছেন ৫ ক্রিকেটর। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন মাশরাফি-তামিমরা।
তৃতীয় দফায় যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গী সাকিব আল হাসান, রুবেল হোসেন, তামিম ইকবাল ও সাইফউদ্দিন। মূলত বিপিএলে কারণে কয়েক দফা খেলোয়াড় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।
প্রথম দফায় মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, এবং নাঈম হাসান নিউজল্যিান্ড যান। এই ৮ জনের সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও সফর সঙ্গী হন।
দ্বিতীয় দফায় গত বুধবার চার ক্রিকেটার নিউজিল্যান্ড যান। চার জনের মধ্যে রয়েছেন মুমিনুল হক, সাদমান ইসলাম, শফিউল ইসলাম ও ইবাদত হোসেন।
তবে মাশরাফি-তামিমদের সাথে সফর সঙ্গী হওয়ার কথা ছিল টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বিপিএলের ফাইনালে আঙুলে চোটের কারণে তিনি নিউজিল্যান্ড সফরে আপাতত যাচ্ছেন না। তবে তার টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (ইনজুরি), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড সফরের সূচি:
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার, সকাল ৭টা
২য় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
৩য় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ডানেডিন, ভোর ৪টা
টেস্ট সিরিজ
১ম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ,হ্যামিল্টন, ভোর ৪টা
২য় টেস্ট: ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
৩য় টেস্ট: ৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা