আসন্ন সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডে গেছেন বাংলাদেশের চার ক্রিকেটার। শুক্রবার ওই চার ক্রিকেটার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়।
চার জরে মধ্যে রয়েছেন মুমিনুল হক, সাদমান ইসলাম, শফিউল ইসলাম ও ইবাদত হোসেন। এর আগে, বুধবার বাংলাদেশে ক্রিকেটের ৮ সদস্যের একটি দল নিউজিল্যান্ড যান। ৮ জনেরম মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাঈম হাসান।
বিপিএল থাকায় তিন দফায় ক্রিকেটার পাঠানো সিদ্ধান্ত নেয় বিসিবি। শেষ দফায় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাঈফউদ্দীনরা নিউজিল্যান্ডগামী বিমানে চেপে বসবেন আগামী ৯ ফেব্রুয়ারি তারিখে।
বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড সফরের সূচি:
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার, সকাল ৭টা
২য় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
৩য় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ডানেডিন, ভোর ৪টা
টেস্ট সিরিজ
১ম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ,হ্যামিল্টন, ভোর ৪টা
২য় টেস্ট: ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
৩য় টেস্ট: ৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা