জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৯তম আসরে ট্রিপল-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রংপুর বিভাগের নাসির হোসেন। কিন্তু মাত্র ৫ রানের জন্য ট্রিপল-সেঞ্চুরি মিস করলেন তিনি।
বরিশাল বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ২৭০ রান নিয়ে চতুর্থ ও শেষদিনের খেলা শুরু করে নাসির। মাত্র ত্রিশ রান করলেই ইতিহাসের পাতায় নাম লেখার সুযোগ তৈরি হলেও ২৯৫ রানেই থেমে যান নাসির। মাত্র ৫ রানের দূরত্বে রয়ে যান স্বপ্ন। নাসিরের জন্য এ ৫টি রান আক্ষেপ হয়েই রইলো।
নিজের ৬০৩ মিনিটের ইনিংসে ৫১০ বল মোকাবেলা করে ৩২টি চার ও ৩টি ছক্কায় ২৯৫ রান করেন নাসির। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই নাসিরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
প্রথম ইনিংসে বরিশালের ৩৩৫ রানের জবাবে ৭ উইকেটে ৬১৪ রান তুলে ইনিংস ঘোষণা করে রংপুর। তাই প্রথম ইনিংস থেকে ২৭৯ রানের লিড পায় রংপুর।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৪ উইকেটে ২১৭ রান করে বরিশাল। ফলে ম্যাচটি ড্র হয়। ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে এই স্তরে দ্বিতীয়স্থান পেয়েছে রংপুর। আর ১০ পয়েন্ট নিয়ে এই স্তুরে তৃতীয়স্থান পায় বরিশাল।