বেশ একটা ভালো সময় যাচ্ছে না অস্ট্রেলিয়ার। হয়তো সে জন্যই দেশটি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছে সাবেক ক্রিকেটার রিকি পন্টিংকে। ক্রিকেট বিশ্বকাপে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিন বার সরসরি কাপ জেতার স্বাদ পান এই সাবেক ক্রিকেটার।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালের কোচ পন্টিং। টুর্নামেন্ট শেষ করে ব্রিসবেনে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন সাবেক অধিনায়ক। মূলত ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। ভারত সিরিজ শেষে বর্তমান ব্যাটিং কোচ গ্রায়েম হিক অ্যাশেজের প্রস্তুতিতে থাকবেন।
পন্টিং ২০১৬ ও ২০১৭ সালেও জাতীয় দলের দায়িত্বে ছিলেন। কিন্তু এবারই প্রথম বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের তত্ত্বাবধানে দেখা যাবে ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বজয়ীকে।
পন্টিং বলেছেন, ‘এই বছরের বিশ্বকাপে কোচিং দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, আমি সত্যিই রোমাঞ্চিত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে এর আগের স্বল্প মেয়াদের দায়িত্বে ছিলাম, আমি সেটা উপভোগ করেছি। কিন্তু বিশ্বকাপের গুরুত্ব আমার কাছে একেবারে আলাদা।’
আত্মবিশ্বাসী কণ্ঠে সাবেক অধিনায়ক বলেছেন, ‘নির্বাচকদের বাছাই করা খেলোয়াড়দের ওপর আমার অগাধ আস্থা আছে এবং আমি জানি এই বিশ্বকাপে যে কোনও দলের জন্য আমরা কঠিন প্রতিপক্ষ।’
প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিশ্বাস, দলের মধ্যে দারুণ আবহ তৈরি করবেন পন্টিং। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিততে কী দরকার রিকি ভালো করে জানেন। আমি জানি তিনি শুধু ব্যাটিং গ্রুপের জন্যই নয়, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে পুরো দলের জন্য অমূল্য ভূমিকা রাখবেন।’