টেস্ট এখন মৃতপ্রায়: ঢাকায় আইসিসি চেয়ারম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
টেস্ট এখন মৃতপ্রায়: ঢাকায় আইসিসি চেয়ারম্যান

ছবি : বিসিবি

টেস্ট ম্যাচ এখন মৃতপ্রায় বলে মন্তব্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শশাঙ্ক মনোহর বলেন, ‘‘আমরা দেখার চেষ্টা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ আগ্রহ সৃষ্টি করে কি না। কারণ সত্যি কথা বলতে কি টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে। তাই অবস্থার উন্নতির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বোর্ড পরিচালকরা সবাই এক মতে পৌঁছেছে যে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা যায় তাকে এটাকে জীবিত রাখা সম্ভব এবং এ খেলার আরও আগ্রহ সৃষ্টি করতে পারবে।’ – টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর কারণ উল্লেখ করে এমনটাই বললেন আইসিসি চেয়ারম্যান।’’

তবে টেস্ট ক্রিকেট বিলুপ্ত হওয়ার পথে থাকলেও অপরদিকে হুহু করে বাড়ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা। তার কারণটাও বললেন শশাঙ্ক, ‘যদি ব্রডকাস্টারদের টিআরপির দিকে তাকান তাহলে দেখবেন টি-টোয়েন্টি ক্রিকেটেই বেশিরভাগ টিআরপি। সংক্ষিপ্ত সংস্করণই এর কারণ। বর্তমান সময়ে মানুষদের পাঁচ দিন টেস্ট ম্যাচ দেখার মতো সময় নেই। ১০টা থেকে ৫টা প্রায় সবাই কাজে ব্যস্ত থাকে। তাই তাদের জন্য এ সময় ক্রিকেট দেখাটা খুবই কঠিন। টি-টোয়েন্টি ক্রিকেট দেখতে সাড়ে ৩ ঘণ্টার মতো সময় লাগে, অনেকটা মুভি দেখার মতো। তাই এর জনপ্রিয়তা হুহু করে বাড়ছে।’

গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশে পা রাখেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। পরে বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

একইদিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভ্রমণ করেন আইসিসি প্রেসিডেন্ট। সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইসিসি সভাপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইসিসি সভাপতি

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

আইসিসি‌'র নয়া নির্বাহী মানু সোহনি

আইসিসি‌'র নয়া নির্বাহী মানু সোহনি