বাংলাদেশ ক্রিকেটে উদিয়মান এক তারকার নাম তাইজুল ইসলাম। খুব একটা ওয়ানডে খেলা না হলেও টেস্টে দুর্দান্ত ভূমিকা রেখে চলছেন এই স্পিনার।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাট্রিক করার এই বোলার সাতাশে পা দিয়েছেন। আজ তাইজুল ইসলামের শুভ জন্মদিন। তিনি ১৯৯২ সালের আজকের এই দিনে নাটোরে জন্ম গ্রহণ করেন।
তাইজুল ইসলাম স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। পাশাপাশি বামহাতি ব্যাটসম্যান হিসেবেও দলে ভূমিকা রাখছেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলে খেলছেন। এছাড়াও, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলসহ ঘরোয়া ক্রিকেটে দূরন্ত রাজশাহী, প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাব ও রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন। ২০১৮ সালে টেস্টে তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেন। গেল বছর তাইজুল টেস্টে ৪৩ টি উইকেট নিয়েছিলেন।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া তাইজুল ইসলাম এখন পর্যন্ত ২৩ টেস্ট খেলে ৯৭টি উইকেট নিয়েছেন। তবে তার তেমন একটা ওয়ানডে ম্যাচ খেলা হয়নি। তিনি এখন পর্যন্ত ৪টি ওয়ানডে খেলে ৫টি উইকেট নেন।