প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনকে (প্লেস) ২৭ রানে হারিয়েছে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়। বুধবার শেরপুর সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩০ দশমিক ৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৭ রান তোলে দলটি।
জবাবে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স একাডেমী তেমন সুবিধা করতে পারে নি। মাত্র ২১ দশমিক ২ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ২৭ রানের জয় পায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়।
বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদ্রাসা দল প্রতিদ্বন্দ্বীতা করছে।
সংক্ষিপ্ত স্কোর :
জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় -১০৭/১০, ৩০.৩ ওভার (শিমুল ৩৮, মারুফ ১২, অতি: ৩৪, সামিদুল ৪/২৪, স্বপন ৩/২৪)।
পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-৮১/১০, ২১.২ ওভার (শাওন ১৯, সাব্বির ৮, অতি: ৩০, মারুফ ৪/২৪, মোশারফ ৩/১৬)। জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ রানে জয়ী।