আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন জাবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে চ্যাম্পিয়ন জাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৬ উইকেটে হারায় শারমিন আক্তার সুপ্তার নেতৃত্বাধীন জাবির নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জাবির পক্ষে সুপ্তা শিকার করেন ২ উইকেট। ১টি করে উইকেট শিকার করেন লাবনী ও স্বপ্না।

জবাবে জাবির নারী দল ৪ উইকেট হারিয়ে ১০ বল বাকি রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে। জাবির পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন সুপ্তা। এছাড়া লাবনী সিনহার ব্যাট থাকে আসে ৩১ রান।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো এই টুর্নামেন্টটি মাঠে গড়ায়। ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাচগুলো পরিচালনা করছেন বিসিবির আম্পায়াররা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

বাঘিনীদের জন্য বিসিবি‌র বিশেষ পরিকল্পনা

অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের কোচ বরখাস্ত

অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের কোচ বরখাস্ত

কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ

কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার