৩৩‘য়ে মি. 'সাইলেন্ট কিলার'

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১০:৫১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
৩৩‘য়ে মি. 'সাইলেন্ট কিলার'

এলেন দেখলেন জয় করলেন। এমন তকমা তার সাথে না গেলেও তবে তিনি প্রতিপক্ষকে নীরবে নিভৃতে থেকে গায়েল করেন। তিনি বাংলাদেশ ক্রিকেটে 'সাইলেন্ট কিলার' খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ।

এই 'সাইলেন্ট কিলার' ৩৩ বছরে পা দিয়েছেন। আজ তার শুভ জন্মদিন। ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারিতে তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।

মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালের জুলাই মাসে। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর ছিল সেটি। সফরের ৩য় ওয়ানডে ম্যাচে দেশের হয়ে প্রথম ২২ গজে ব্যাট হাতে তুলে নেন এই কৃতী ক্রিকেটার। এর পর থেকে দেশের হয়ে প্রায় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে চলেছেন।

জাতীয় দলসহ বিভিন্ন লিগে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। বর্তমানে বিপিএলে খুলনা টাইটান্সের আধিনায়ক্ত করেছেন। যদিও মাহমুদউল্লাহর দল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের থেকে বিদায় নেয়।

১২ বছর ধরে জাতীয় দলে থাকা অলরাউন্ডার এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন। এতে ২ হাজার ৭শ ৮ রান করেছেন। এছাড়া, ১৬৯ টি ওয়ানডে খেলে ৩ হাজার ৬শ ৩৭ এবং ৭৬টি টি-টোয়েন্টি খেলে ১ হাজার ২শ ৫১ রান করেন।

বোলিংয়েও মাহমুদউল্লাহ রেখেছেন অবদান। তিনি এখন পর্যন্ত টেস্টে ৪১, ওয়ানডেতে ৭৫ এবং টি-২০ তে ৩১ উইকেট নিয়েছেন।

স্পোর্টস মেইল২৪'র পরিবারের পক্ষ থেকে এ 'সাইলেন্ট কিলারের' প্রতি রইলো শুভ জন্মদিনের শুভেচ্ছা এবং শুভ কামনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় তিন বাংলাদেশি

ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় তিন বাংলাদেশি

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

তলানিতে থাকা ভাইরা ভাইকে আগে ব্যাটিং দিলেন মুশফিক

তলানিতে থাকা ভাইরা ভাইকে আগে ব্যাটিং দিলেন মুশফিক