মায়ের মৃত্যুর সংবাদ জেনেও মাঠে নামলেন আলজারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
মায়ের মৃত্যুর সংবাদ জেনেও মাঠে নামলেন আলজারি

ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট খেলা চলাকালে এলো মায়ের মৃত্যুর সংবাদ। কিন্তু দেশের জন্য মায়ের মৃত্যুর সংবাদ জেনেও মাঠে নামলেন আলজারি জোসেফ। তবে মনকে পাথর করে মাঠে নামলেও ম্যাচ শেষে অঝোরে কাঁদেন তিনি।

ক্যারিবিয়ান ক্রিকেটার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফ অনেকদিন ধরেই অসুখে ভুগছেন। তার অসুস্থ্যতার কারণে গেল বছর জোসেফ একটি ট্যুর মিস করেছিলেন। যাতে মায়ের পাশে থাকতে পারেন। কিন্তু এবার ঘরের মাঠে খেলা হওয়ায় সেটা করেননি। মাঠে নামার আগে তিনি মায়ের মৃত্যুর সংবাদ পান।

তবুও তিনি মাঠে নামেন। বোলিংয়ে ইংল্যান্ডের দুই ইনিংসেই নিয়েছেন ২টি করে উইকেট। তবে উভয় দলের খেলোয়াড়রা আলজারির মায়ের মৃত্যুর শোক পালনের উদ্দেশ্যে কালো ব্যাজ ধারন করেন।

মা হারানো এ ম্যাচে অবশ্য আলজারির দল জয় লাভ করে। ইংল্যন্ডকে ১০ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৬ রানে। ড্যারেন ব্রাভো ২১৬ বলে খেলে করেন ৫০ রান।

west windis

এরপর দ্বিতীয় ইনিংসে নেমে সেই ব্যর্থতার বৃত্তেই বন্ধী থেকেছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের আক্রমনে দিশেহারা হয়েছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। একমাত্র জস বাটলার কিছুক্ষণ লড়লেন। তার ব্যাটে ৪৮ বলে ২৪ রান। অন্যরা উইকেটে আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছেন। ৪২ ওভারে ১৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ফলে কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডার বলেন, ‘আলজারি আলাদা ধাঁচের মানুষ। আজ এমন দিনে মাঠে থাকতে অনেক সাহস লাগে। অনেক মানুষই তা করতে পারে না। তাঁকে প্রশংসা করতেই হয়। সকালে তাঁকে কাঁদতে দেখে খুব খারাপ লেগেছে। আমরা সবাই মিলে আলজারি এবং তাঁর পরিবারের জন্য জয় তুলে নিতে চেয়েছি। এই জয় তাঁর পরিবারকে উৎসর্গ করছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

বার্নস-হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের কেন এমন হয়?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?