২০১৯ সালের জন্য খেলোয়াড়দের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি জন্য নাম প্রকাশ করেছে। প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস। শনিবার (২ ফেব্রুয়ারি) বোর্ডের কার্য নির্বাহী সভা শেষে এই তালিকা প্রকাশ করে বিসিবি’র পরিচলক জালাল ইউনুস।
এর আগে গেল বছর রুকি (উদীয়মান) কোঠায় ছিলেন লিটন দাস। আর ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়া ইমরুল কায়েস ফিরেছেন চুক্তিতে।পদোন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। কেন্দ্রীয় চুক্তির ১২ জন ও রুকি কোঠার ৫ জন ক্রিকেটার সহ মোট ১৭ জন ক্রিকেটার বিসিবি’র চুক্তিতে এসেছেন।
নিচে বিসিবির চারটি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম দেওয়া হলো:
‘এ প্লাস’ ক্যাটাগরি: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।
‘এ’ ক্যাটাগরি: ইমরুল কায়েস, মোস্তাফিজুর রমান ও রুবেল হোসেন।
‘বি’ ক্যাটাগরিঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
রুকি কোঠাঃ আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।