বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ৪০তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্লে-অফ থেকে বিদায় নেয়া সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন আহমেদ ফের ইনজুরিতে পড়েছেন।
অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। সে বলছি ক্যাচ ধরতে যান তাসকিন। তখনই বাধে বিপত্তি। সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে।
টিভি রিপ্লেতে দেখে যেটা মনে হলো, গোঁড়ালি বা অ্যাঙ্কলে ভালোই চোট পেয়েছেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বিসিবির চিকিৎসক রুমে। সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে। বিসিবি চিকিৎসকেরা জানালেন, সেখানে এক্স–রে করার পরই বোঝা যাবে তাসকিনের চোট কতটা গুরুতর। তবে বাংলাদেশ পেসারের কাতর মুখ দেখে মনে হয়েছে ভালো শঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
অবশ্য এ খেলায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৯ রানে জয় পায় অলক কাপালি-তাসকিনদের সিলেট।