শেরপুরে ইমন-প্রমিতের বিধ্বংসী বোলিংয়ে নবারুণ পাবলিক স্কুল জয়ী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
শেরপুরে ইমন-প্রমিতের বিধ্বংসী বোলিংয়ে নবারুণ পাবলিক স্কুল জয়ী

ছবি: স্পোর্টস মেইল২৪

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে দুই স্পিনার ইমদাদুল হক ইমন ও সাদ বিন আল প্রমিতের বিধ্বংসী বোলিংয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে নবারুণ পাবলিক স্কুল।

শেরপুর সরকারি কলেজ মাঠে শুক্রবার সকালে টস জিতে ব্যাট করতে নামে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা। নির্ধারিত ৫০ ওভারের খেলায় নবারুণ পাবলিক স্কুলের দুই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে ২৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা। স্পিনার ইমদাদুল হক ইমন ৬ উইকেট এবং সাদ বিন আল প্রমিত ৪ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নবারুণ পাবলিক স্কুল ১৯ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে জয়লাভ করে। স্পিনার ইমদাদুল হক ইমন ৭ ওভার বল করে তিন মেডেন সহ ১১ রানে ৬ উইকেট নিয়ে ‘ম্যান অব দি ম্যাচ’ নির্বাচিত হন। বিসিবি’র জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল ও আম্পায়ার রাজীব আহমেদ ইমনের হাতে ম্যান অব দি ম্যাচ পুরষ্কারের ম্যাচ বলটি তুলে দেন।

sherpur

বিসিবির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদ্রাসা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংক্ষিপ্ত স্কোর :

ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা-৫৬/১০, ২৪ ওভার (মুজাহিদ ১৪, আরিফ ১৩, অতি: ১৪, ইমদাদুল হক ইমন ৬/১১, প্রমিত ৪/১৭)। নবারুণ পাবলিক স্কুল-৫৯/২, ১৯.১ ওভার (জাকারিয়া ২২*, সজিব ১৩, অতি: ১৫, রনি ১/৫)। নাবরুণ পাবলিক স্কুল ৮ উইকেটে জয়ী



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির

নালিতাবাড়ীতে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ

নালিতাবাড়ীতে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ

শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী থানা

ব্যাটমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী থানা