নিউজিল্যান্ড সফরে ইমরুল কায়েস দলে রাখার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ইমরুলকে দলে নেয়া হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেয়া হচ্ছে না। অর্থাৎ ১৫ থেকে বৃদ্ধি পেয়ে এখন ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ।
ফর্মে থাকার পরেও কেন স্কোয়াডে রাখা হয়নি -এর কারণ জানেন না ইমরুল। সংবাদ মাধ্যমে এমন আক্ষেড প্রকাশ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন সময় সংবাদে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপাতি জানান, ইমরুলকে দলে না নেয়ার কোন কারণ তিনিও দেখেন না।
তিনি বলেন, বোর্ডের সাথে কথা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ থেকে বাড়িয়ে ১৬ সদস্যের দল করা হবে। সেখানে ইমরুলই প্রথম পছন্দ, ইমরুল থাকছে।
এমনকি ওয়ানডে দলে ইমরুল নিশ্চিত বলেও জানান তিনি। তবে টেস্টের বিষয়ে তিনি নিশ্চিত নন।
এদিকে বিসিবি সভাপতি ইমরুলের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বললেও বিসিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন তথ্য জানানো হয়নি। তবে বিসিবি সভাপতির বক্তব্যে এটা স্পষ্টই যে নিউজিল্যান্ড সফরে দলে থাকছেন মিরুল কায়েস।