জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুরের খেলা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুরের খেলা শুরু

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার শেরপুর ভেন্যুর খেলা শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি আইডিয়াল ইস্কুল দলকে পরাজিত করেছে।

নির্ধারিত ৩২ ওভারের খেলায় টস হেরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ২৯ দশমিক ২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আইডিয়াল ইস্কুল দল ২৫ দশমিক ২ ওভারে ১১২ রান তুলে অলআউট হয়।

৫৩ রানের জয় পায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি। খেলায় বোলিংয়ে ৫ উইকেট এবং ব্যাটিংয়ে ১৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া একাডেমির সিফাত।
cricket

এর আগে শেরপুর সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারওয়ার জাহান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক ভানু রঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, ডিএসএ কর্মকর্তা ফরিদ আহমেদ লুলু, সৈয়দ বদরুল হক রেজভী, ডিএসএ সচিব মো. জিন্নত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুরে এবার জাতীয় স্কুল ক্রিকেটে জেলার ৮টি স্কুল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংক্ষিপ্ত স্কোর
সরকারি ভিক্টোরিয়া একাডেমি : ১৬৫/১০, ২৯.২ ওভার (শান্ত ৩৫, ইমন ২৬, সিফাত ১৮, অতি: ৪৩, আশরাফুল ৪/৩০, আদনান ২/২৪)
আইডিয়াল ইস্কুল : ১১২/১০, ২৫.২ ওভার (সাইদ ২১, টুটুল ২০, অতি: ১৮; সিফাত ৫/২৯, নাজমুল ২/১৫)।
ফল : সরকারি ভিক্টোরিয়া একাডেমি ৫৩ রানে জয়ী।



শেয়ার করুন :


আরও পড়ুন

লাজুক মোস্তাফিজের সাথে রঙ্গ-রসময় মিরাজের নৃত্য (ভিডিও)

লাজুক মোস্তাফিজের সাথে রঙ্গ-রসময় মিরাজের নৃত্য (ভিডিও)

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)

সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ

নিখোঁজ সালার খোঁজে এবার ভিন্ন উদ্যোগ