দীর্ঘ ১৫ বছর পর এশিয়ার বাইরের কোনো দল হিসেবে পাকিস্তান সফরে গেল ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। খেলোয়াড়-স্টাফ মিলিয়ে ২১ সদস্যের একটি ওয়েস্ট উইন্ডিজ দল বুধবার পাকিস্তানে পৌঁছেছে।
পাকিস্তানের পৌঁছানোর পর বিমানবন্দর থেকে ভিভিআইপি সিকিউরিটি প্রোটোকল দিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে হোটেলে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫শ’ নিরাপত্তা কর্মী সফরকারী দল বহনকারী বুলেট প্রুফ বাসটির নিরাপত্তায় নিয়োজিত ছিল। তবে কোন প্রকার ঝামেলা ছাড়াই হোটেলে পৌঁছায় ক্যারিবিয় নারীরা।
চলতি সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফর বয়কট করে আসছে। সম্প্রতি দেশটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরও বাতিল করা হয়েছে।
Windies women team arrives in Karachi for the T20Is series.
— PCB Official (@TheRealPCB) January 30, 2019
More on #PAKWvsWIW series https://t.co/fcEgEInniX pic.twitter.com/IxHqZXEnlH