সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯
সাব্বিবের বিষয়ে বিসিবি সভাপতির ভিন্ন তথ্য

ফাইল ছবি

সাব্বির কে নিয়ে বিতর্ক যেন থামছেই না। কি ভিত্তিতে তাকে আবার ফেরানো হলো সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। আর তার উত্তর জানেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

গত সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাব্বির রহমানকে। যা শেষ হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। তার আগে তার ফেরার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন অধিনায়কের কথা। মাশরাফি বিন মুর্তজার জোরালো অনুরোধেই তাকে দলে নিয়েছেন বলে জানান নান্নু।

কিন্তু আবার অধিনায়ক বলেছেন ভিন্ন কথা। সাব্বিরকে দলে নেওয়ার যুক্তিটাই কেবল দিয়েছেন তিনি। নেওয়া না নেওয়া তো নির্বাচকের ব্যাপার। আর বিসিবি সভাপতি বললেন, সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বলেই জানানো হয়েছে তাকে, ‘যখন তালিকা আমার কাছে সই করার জন্য আসে, তালিকায় সবার সই করার পর। আমি জিজ্ঞাসা করেছিলাম ওর শাস্তির ব্যাপারটা। শাস্তি শেষ হচ্ছে কবে? আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে।’

তবে ধারণা থেকে সাব্বিরকে অন্তর্ভুক্তির কিছুটা ব্যাখ্যা দিলেন পাপন, ‘হতে পারে অধিনায়ক কোচ ওরা হয়তো চেয়েছে। আগে থেকেই চেয়েছিল। চেয়েছিল বিশ্বকাপের জন্য। স্বাভাবিকভাবে ওরা বলছিল যদি পারফর্ম করে তাহলে বিশ্বকাপে ওর একটা সুযোগ আছে। বিশ্বকাপের আগে এই সিরিজটায় ওকে খেলাতে নাও পারে। দলের সঙ্গে নিয়ে গেল হয়তো ওর মানসিকতা ও অনুভূতি সব ঠিক করার জন্য। সতর্কীকরণের জন্যও হতে পারে।’

তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে জাতীয় দলে ফেরায় সাব্বিরের জন্য বেশি চ্যালেঞ্জিং মনে করছেন পাপন। এটাই তার জন্য শেষ সুযোগ বলছেন তিনি, ‘আমি মনে করি আরও বেশি সময় নিয়ে, আরও বুঝে শুনে আসলে ওর জন্য ভালো হতো। এখন ওর জন্য ঝুঁকি অনেক বেশি। কারণ একটা ছোট ভুল ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ। এরপরেও যদি আবারো করে জীবনও আর খেলতে পারবে না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

সাব্বিরকে নিয়ে মুখ খুললেন তামিম

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

সাব্বিরের সাজা কমেছে, ফিরতে পারেন জাতীয় দলে

সাব্বিরের সাজা কমেছে, ফিরতে পারেন জাতীয় দলে