বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি

ফাইল ছবি

২০১৯ সালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বোর্ড সভায় তালিকাটি চূড়ান্ত হবে।

সূত্রে জানা গেছে, সাধারণত, প্রতিবছর ১৫ থেকে ১৬ ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতেন। তবে গেল বছর এ সংখ্যা কমিয়ে আনে বোর্ড। সবশেষ ১০ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ করা হয়। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান ইঙ্গিত দিয়েছেন।

গেল বছর রুকি ক্যাটাগরিতে মাত্র ৩-৪ জন ক্রিকেটারকে স্থান দেয়ার কথা বলে বোর্ড। তবে এবার সেই সংখ্যা বাড়ছে। এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেন লিটন দাসসহ কয়েকজন নবীন ক্রিকেটার।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ জন ক্রিকেটার স্থায়ী ভিত্তিতে এবং রুকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা অস্থায়ী ভিত্তিতে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকেন।

সবশেষ কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১০ ক্রিকেটার হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। এবার এদের সবাই-ই বহাল থাকতে পারেন।

কয়েকটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আকরাম খান বলেন, এ তালিকায় নতুন করে দু’একজন ঢুকতে পারে। অর্থাৎ সংখ্যাটা ১২/১৩ হতে পারে। মাশরাফি ওয়ানডে দলের অধিনায়ক। সে অবশ্যই থাকবে। সাব্বিরের বিষয়টি পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। তবে নিশ্চিতভাবে পরিবর্তন আসছে রুকি ক্যাটাগরিতে চুক্তি করা ক্রিকেটার সংখ্যায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)

এমন কাজও করতে পারেন মাশরাফি! (ভিডিও)

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

হিসেব মিলাতে পারছেন না ইমরুল কায়েস

মাশরাফির পক্ষে হিরো আলম

মাশরাফির পক্ষে হিরো আলম

মাশরাফির এ দু’য়ের রহস্য কি?

মাশরাফির এ দু’য়ের রহস্য কি?