৬৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার ‘নায়েনে এক্সপ্রেস’ খ্যাত এউয়েন চ্যাটফিল্ড। শনিবার ওয়েলিংটনে নায়েনে ওল্ড বয়েজের জন্য সারা মাঠ দৌঁড়াতে বললে কষ্ট পেয়ে তিনি তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেন।
স্থানীয় স্টাফ ডট কো ডট এনজেডকে তিনি বলেন, ‘হতে পারে এটা অর্থহীন। তবে এই ৬৮ বছর বয়সেও আমার একটা মান আছে এবং আমি সে মান অনুযায়ী খেলতে না পারলে এটাই অবসরের সঠিক সময় মনে করছি।’
১৯৭৫ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর নিউজিল্যান্ডের হয়ে ৪৩ টেস্ট ও ১১৪টি ওয়ানডে খেলেছেন চ্যাটফিল্ড। কিংবদন্তী স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গেএকই দলে খেলেছেন তিনি। দেশের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন ১৯৮৯ সালে।
তিনি আরও বলেন, ‘নায়েনে এক্সপ্রেস কর্মশক্তি হারিয়ে ফেলেছে, এমন শিরোনাম হলেও আমি কিছু মনে করব না।’
একজন বোলার হিসেবে পরিচিত ছিলেন চ্যাটফিল্ড। তবে তার মতে নিজের সেরা অর্জন এসেছ ৬০ দশকের শেষ দিকে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরির মাধ্যমে। এরপর থেকে ব্যাটসম্যানে পরিনত হন এবং ১৯৬৮ সাল থেকে নিজের ক্লাবের হয়ে খেলছেন তিনি।