টেলিভিশন অনুষ্ঠানে এক অশালীন মন্তব্য করে নিষিদ্ধ হওয়া হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলার কথা রয়েছে এ পেস অলরাউন্ডারের।
বিখ্যাত টেলিভিশন শো ‘কফি উইথ করন' অতিথি হিসেবে যান ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। ওই শোতে পান্ডে বলেন, বাবা মা'র সাথে আমি একবার একটি পার্টিতে গিয়েছিলাম। আমি পার্টিতে বাবা মাকে ওই মেয়েকে দেখাই। আমি কিভাবে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম তাও আমার বাবা মাকে বলেছিলাম।
এ ঘটনার পর দল থেকে ওই দুই ক্রিকেটার নিষিদ্ধ করা হয়। তবে তাদের নিষিদ্ধের রায় না আসা পর্যন্ত তাদের দলে খেলানোর জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ আসার পরিপ্রেক্ষিতের হার্দিক পান্ডিয়াকে দলে ডাকা হলো।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল সেন্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর।
ভারত স্কোয়াডঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইয়ুডু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শংকর, শুভমান গিল, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া।