জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪৯ রান করেন ইমরুল কায়েস। বিপিএলেও চেষ্টা করছেন রান তোলার জন্য। ফর্মে থাকা কায়েস আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ডাক পাননি। কিন্তু অফ ফর্মে থাকা সাব্বির দলে ডাক পাওয়ায় শুরু হয়েছে নানা সামালোচনা।
ইমরুলকে ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করার পরামর্শ দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ‘একটা সিরিজে প্রায় ৩৫০ রানও করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে।… এরপর নির্বাচিত না হওয়া, এটা ওকে মেনে নিতে হবে। ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মনমতো হয়তো হয় না।’
তিনি আরো বলেন, ‘নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। তবে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো ওকে নেওয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।’
তামিম সাব্বিরের বিষয়েও মুখ খুলেছেন। ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫ জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে সে যে ভুলগুলো করেছে তার পুনারবৃত্তি যেন না হয়। সে নিজেও হয়তো এটা বোঝে।’
তিনি আরো বলেন, ‘ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি, অন্য মানুষ হয়ে সে ফিরবে। বাংলাদেশের হয়ে খেলা ছাড়াও খেলোয়াড় হিসেবে (মাঠ ও মাঠের বাইরে) অন্য যে সব দায়িত্ব আছে ওর, আশা করি সে সবও পালন করবে।’
শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত সেপ্টেম্বরে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির, যা আগামী মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবত থাকার কথা। সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে দলে নিতে তার এক মাস নিষেজ্ঞাধা কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ তার আরও জাতীয় দলে ফিরতে বাধা নেই। অধিনায়ক মাশরাফির অনুরোধেই নাকী তাকে দলে রাখা হয়েছে এমনটাই দাবি নির্বাচকদের।